
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্কঃ আজকাল সারা বছর চুল পড়ার সমস্যায় নাজেহাল কম-বেশি সকলেই। মানসিক চাপ, খাওয়াদাওয়ার অনিয়ম, রাসায়নিকের ব্যবহার এবং দূষণের বাড়বাড়ন্তের জেরে কম বয়সেই চুলের বারোটা বেজে যায়। চুল পড়া রুখতে কেউ ভরসা রাখেন নামী দামি প্রসাধনীতে, কেউ আবার ঘরোয়া টোটকায়। কিন্তু অনেক সময়ে হাজার যত্ন করেও অকালে চুলের ফাঁক দিয়ে উঁকি মারতে থাকে টাক। আর তখনই কামাল করতে পারে বাড়িতে বানানো একটি তেল। জেনে নিন কীভাবে বানাবেন সেই 'ম্যাজিক' তেল-
উপকরণ: ১ চা চামচ নারকেল তেল, ১ চা চামচ ফ্ল্যাক্স সিড, ১ চা চামচ মেথি দানা, ১/২ ছোট পেঁয়াজ, ১ কাপ জল
কীভাবে বানাবেন: একটি প্যানে কম আঁচে এক কাপ জল বসান। এবার একে একে ফ্ল্যাক্স সিড, মেথি দানা, পেঁয়াজ দিয়ে ভাল করে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিন। তারপর ছেঁকে নিয়ে নারকেল তেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে 'ম্যাজিক' তেল।
সপ্তাহে তিন দিন এই তেল ব্যবহার করুন। তেলটি গোড়া থেকে ডগা পর্যন্ত সমস্ত চুলে ভাল করে লাগাতে হবে। ৩০-৪৫ মিনিট তেল মাথায় রেখে শ্যাম্পু করলেই উপকার পাবেন। এই তেল নিয়ম করে লাগালে যেমন চুল পড়া কমবে, তেমনই সার্বিকভাবে চুলের স্বাস্থ্যের উন্নতি হবে।
নারকেল তেল চুলের ডগা ফেটে যাওয়া ও দূষণ রোধ করে। চুলে প্রয়োজনীয় আর্দ্রতা পৌঁছে দেয় নারকেল তেল। মেথি দানা দূরে রাখে খুশকি সহ মাথার ত্বকের যে কোনও সংক্রমণ। ফ্ল্যাক্স সিডের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন ই রয়েছে। এই সব পুষ্টি চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং স্ক্যাল্পের সংক্রমণ থেকে দূরে রাখে। চুলের স্বাস্থ্যের জন্য পেঁয়াজও খুবই উপকারী। আর এই সবকটি উপকরণ দিয়ে তৈরি তেল ব্যবহারেই পাবেন সুন্দর ও স্বাস্থ্যকর চুল। তবে চুলের নির্দিষ্ট কোনও সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
বীভৎস! স্বামীর পুরুষাঙ্গ কেটে ‘মাংসের ঝোল’ রাঁধলেন স্ত্রী! একটি মাত্র ‘ভুল’-এই হাড়হিম কাণ্ডের শিকার হলেন ব্যক্তি
সকালে ঘুম থেকে উঠে এই ৫ ভুল করলেই বারোটা বাজবে লিভারের! অজান্তেই তিলে তিলে শেষ হবে শরীর
অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাস? সাবধান! অজান্তে কোন মারণ রোগের দিকে এগোচ্ছেন জানলে আঁতকে উঠবেন
পেট ব্যথা থেকে ডায়রিয়া, কাটাছেঁড়া থেকে দাঁত ব্যথা! আচমকা রোগের কবলে পড়লে এই সব ঘরোয়া টোটকায় পাবেন স্বস্তি
আমসত্ত্বের স্বাদ ভুলছে বাঙালি? আর বাজার থেকে কিনতে হবে না, বাড়িতেই বানিয়ে ফেলুন মা-ঠাকুমার মতো আমসত্ত্ব
গরম পড়তেই চুলের দফারফা? শুধু শ্যাম্পু-কন্ডিশনার নয়, এই কটি কৌশলেই লুকিয়ে ঝলমলে চুলের রহস্য
যেখানে-সেখানে দাঁড়িয়ে জল খান? এই 'ভুলটা' করেই চলেছেন বলে শরীরে বাসা বাঁধছে মারণ রোগ!
মাংস-ডিমের চেয়েও বেশি প্রোটিন! নিয়মিত এই কটি বীজ খেলেই ঘাটতি হবে না পুষ্টির, আপনি খাচ্ছেন তো?
মলাশয় থেকে টেনে বার করে আনবে পুরনো মল! ফাইবারের খনি এই সব ফল খেলেই সকালে পেট হবে পরিষ্কার
ঋতুস্রাবের ব্যথায় ছটফট করেন? ওষুধ ছেড়ে এই ৫ পন্থায় ভরসা রাখুন, প্রতি মাসে পাবেন স্বস্তি
প্রতি মাসে বিদ্যুতের বিলে অনায়াসে বাঁচানো যাবে এক হাজার টাকা, মেনে চলুন এই সহজ নিয়ম
রোগা হওয়ার জন্য কলা খাচ্ছেন না? সত্যি কি এই ফল খেলে ওজন বাড়ে? সঠিক উত্তর জানলে ধারণা বদলে যাবে
চরিত্র বদলে ফের হানা করোনার! নতুন ভ্যারিয়েন্টের থেকে বাঁচতে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
তিনগুণ উঁচু ঢেউ, সাগর ফুটবে আগুনে! জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে কোন কোন দেশে বাতিল হচ্ছে হাজারো ভ্রমণ?
ইমিউনিটি থেকে ওজন, সব থাকবে হাতের মুঠোয়! ভাত-রুটির বদলে ডিনারে খান এই নিরামিষ স্যুপ, শরীর থাকবে ঝরঝরে